Logo

সারাদেশ

৫৫ লাখ টাকা নিয়ে উধাও বিকাশের ডিএসও গ্রেপ্তার

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১

৫৫ লাখ টাকা নিয়ে উধাও বিকাশের ডিএসও গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ৫৫ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে উধাও হওয়া বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) মো. ইমরানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো টাকা উদ্ধার করা যায়নি।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার গেরুয়া এলাকার নিজ বাড়ি থেকে বিকাশের ডিএসও মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইমরান আশুলিয়ার গেরুয়া এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি বিকাশের অথোরাইজড ডিস্ট্রিবিউটর নায়ফা ট্রেড বিডির একজন সেলস অফিসার (এসও) হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইমরান গত ১৩ ডিসেম্বর সকালে তার ডিস্ট্রিবিউটর অফিস নায়ফা ট্রেড বিডি থেকে ৩ লাখ টাকা ওয়ালেট ব্যালেন্স (ইলেকট্রনিক মানি) নিয়ে মার্কেটে সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে বাহির হয়। এরপর তিনি মার্কেটে গিয়ে ফোন করে অফিসে জানায় যে, নরসিংহপুর হামীম গ্রুপে ছুটির টাকা প্রদান করা হয়েছে। এজন্য তার সার্ভিস এরিয়ায় বিকাশ এজেন্টদের টাকা দরকার এবং তাদের সার্ভিস দেওয়ার জন্য ৪০ লাখ টাকা প্রয়োজন। 

পরে বেলা সাড়ে ১১টার দিকে ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ তাকে ৪০ লাখ টাকা পৌঁছে দেন। মার্কেটে সার্ভিস শেষে সন্ধ্যায় অফিসে এসে হিসাবনিকাশ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু যথা সময়ে সে অফিসে না আসায় ডিস্ট্রিবিউটে কর্তৃপক্ষ তার ব্যক্তিগত ফোন নাম্বারসহ বিকাশ ওয়ালেট নাম্বারে যোগাযোগ করলে তার মোবাইল ফোন নাম্বার বন্ধ পায়।

মামলা সূত্রে আরও জানা যায়, অফিস কর্তৃপক্ষ সরাসরি মার্কেট পরিদর্শন করে জানতে পারেন, ওই ডিএসও এজেন্টদের সার্ভিস দেওয়ার কথা বলে অফিস হতে নেয়া টাকা মার্কেটের এজেন্টদের নিকট দেয়নি। এছাড়াও ব্যালেন্স প্রদানের কথা বলে বিভিন্ন এজেন্টের কাছ থেকে মোট ১৬ লাখ ৪০ হাজার টাকা নিয়েছে। কিন্তু তাদের কোনো ব্যালেন্স প্রদান করে নাই।

পরে কর্তৃপক্ষ বিকাশ ওয়ালেট সিম রিপ্লেস করে ব্যালেন্স চেক দিয়ে জানতে পারেন, ওই সিমে ৩ লাখ ৬২ হাজার টাকা ওয়ালেট মানি রয়েছে। পরে তারা জানতে পারেন ডিএসও ইমরান মোট ৫৫ লাখে ৭৮ হাজার টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছেন।

পুলিশ জানায়, ৫৫ লাখ টাকা নিয়ে উধাও ডিএসর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ডিস্ট্রিবিউটে কর্তৃপক্ষ। পরে শুক্রবার সন্ধ্যার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো টাকা উদ্ধার করা যায়নি। শনিবার সকালে সাতদিনের রিমান্ড চেয়ে ডিএসও ইমরানকে আদালতে পাঠানো হবে।

হাসান ভুঁইয়া/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর