‘জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:০৩
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
শনিবার (২৮ ডিসেম্বর) ময়মনসিংহের হলুয়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মনির হোসেন নাজিম উদ্দীনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, বিএনপি যদি জনগণের রায়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তবে প্রতি বছর ৫ আগস্ট শহীদদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হবে। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও পুনর্বাসন করা হবে।
উল্লেখ্য, শহীদ নাজিম উদ্দীন গত ৫ আগস্ট চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত হন। তার স্ত্রীর সামনে থেকে অজ্ঞাত পরিচয়ধারীরা তার লাশ টঙ্গী হাসপাতাল থেকে নিয়ে যায়।
পরবর্তীতে নাজিমুদ্দিনের পরিবার তার লাশের সন্ধান আর পায়নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলাম, শহীদ মনির হোসেন নাজিম উদ্দীনের পিতা নিজাম উদ্দিন, শহীদ বিজয় ফরাজির ভগ্নিপতি ও শ্রমিকদল নেতা মাসুদ রানা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, হাবিবুর রহমান হাবিব।
এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, জেলা জাসাসের সহসভাপতি কায়সার রাব্বি আরাফাত, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা, হাজী মোহর উদ্দিন প্রমুখ।
এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলাম।
ওমর ফারুক আকাশ/এমবি