Logo

সারাদেশ

নীলফামারীতে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মতবিনিময় সভা

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩

নীলফামারীতে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মতবিনিময় সভা

ছবি : প্রতিনিধি

‘পাট প্রকৃতির অমূল্য দান, মাটি পরিবেশ ও অর্থনীতিতে তার অফুরান অবদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে পাট অধিদপ্তর নীলফামারীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

ছয়টি উপজেলার পাটচাষি, স্টেকহোল্ডার, মিল মালিক, জনপ্রতিনিধি ও উদ্যোক্তাসহ প্রায় ৫০-৬০ জন সভায় অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-পাটচাষি অলিয়ার রহমান, কেন্দ্রীয় পাটচাষি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পাটচাষি সমিতির সভাপতি আবু হানিফ চৌধুরী, সেলিম অ্যাগ্রো: লিমিটেডের স্বত্বাধিকারী আবুল কালাম, নীলফামারী চেম্বারের প্রতিনিধি আব্দুল ওয়াহেদ সরকার, জামায়াতে ইসলামীর প্রতিনিধি মনিরুজ্জামান মন্টু ও উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন প্রমুখ।

তৈয়ব আলী সরকার/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর