চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলার বেলতলি বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এদিন সন্ধ্যায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মতলব উত্তরের বেলতলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ফজলুল হক আরও বলেন, অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলতলি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আলামিন ভূঁইয়া/এমবি