Logo
Logo

সারাদেশ

সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয় : প্রিন্স

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩৮

সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয় : প্রিন্স

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কোনো করুণা নয়, বরং এটি একটি নৈতিক দায়িত্ব এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

রোববার (২৯ ডিসেম্বর) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও গামারীতলা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রিন্স আরও বলেন, প্রতি বছর তারেক রহমানের নির্দেশে বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করে। দেশে থাকাকালীন তিনি নিজেই শীতবস্ত্র বিতরণ করতেন। বিএনপি মানবিক দায়িত্ববোধ থেকে মানব কল্যাণে কাজ করে।

ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয় ও গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হাবিবুর রহমান, আবদুল কুদ্দুস, আবুল হাশেম, আবুল কাশেম ডলার, আবদুল ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমান, হুমায়ুন কবীর, আবদুস শহিদ, সাহাবুদ্দিন মেম্বার, আবদুল খালেক, আমিনুল ইসলাম খোকন খান, রুহুল আমিন, হাফিজুল ইসলাম, রমজান আলী, জালাল উদ্দীন প্রমুখ।

উমর ফারুক আকাশ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর