ছবি : প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় র্যালি ও বেলুন উড়িয়ে এ উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলালের নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন প্রমুখ।
এতে উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নলছিটির সেলিম তালুকদারের মাতা উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনে আহত নলছিটির দুই তরুণ বেলাল হোসেন এবং মো. আবু মুসা তাদের বক্তব্যে জুলাই গণ অভ্যূত্থানে আহতদের চিকিৎসায় অবহেলার কথা উল্লেখ করে সরকারের প্রতি আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে অধিক গুরুত্ব প্রদান করার আহ্বান জানান। তরুণদের সচেতনতা বাড়িয়ে মাদক নির্মূলেও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
এসময় জুলাই গণহত্যার শিকার শহীদ সেলিম তালুকদারের মা বক্তব্যে কান্নায় ভেঙে পরেন।
তিনি জানান, ছেলের চিকিৎসায় প্রায় ১৬ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলেন না। এই টাকার প্রায় সবই ধারের টাকা ছিল। এখন পাওনাদাররা সেই টাকার জন্যও চাপ দিচ্ছে। ’
এসময় তিনি প্রশ্ন রাখেন, ‘তার সন্তান দেশের জন্য জীবন দিল, দেশ এখন তাকে কি দিচ্ছে। বৃদ্ধ বয়সেই বা কীভাবে চলবেন তারা। সেজন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। ’
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা।
মো. শাহাদাত হোসেন/এমআই