রেলের স্লিপার চুরি করতে গিয়ে আটক ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩
গাজীপুরের শ্রীপুরে বাজারে চুরি করতে গিয়ে পাহারাদার ও স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই যুবক। রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ বাজারে কাওরাইদ রেলওয়ে স্টেশনের স্লিপারের মালামাল চুরির সময় তাদের আটক করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটকরা হলেন, গাজীপুর সদর উপজেলার দিরাজশ্রম মোল্লাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ওলিউল্লাহ আলামিন (৩০) এবং শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মাসুদ মোল্লার ছেলে মাস্তাক (২৬)।
স্থানীয়রা বলছেন, কৌশলে তারা চুরি করার চেষ্টা চালাচ্ছিল। কাওরাইদ বাজার পাহারাদাররা খোঁজ পেয়ে তাদের আটক করে। জড়িতদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই দাবি জানান তারা।
এর আগে তাদের আটক করে রাখা হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ সদস্যরা দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদের থানায় নিয়ে যায়। চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্তসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
স্থানীয় আব্দুল্লাহ বলেন, ‘সুতিয়া নদীর উপর নির্মাণ কাজ চলছে। গভীর রাতে বাজারের পাহারাদার হঠাৎ দেখতে পায় কয়েকজন যুবক চুরির চেষ্টা চালাচ্ছে দেখে তাদের আটক করে। পরে দ্রুত বাজারের মাঝে একটি ঘরে নিয়ে আটক করে রাখা হয়। ওই ঘরেই তারা সোমবার দুপুর পর্যন্ত আটক ছিল।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘কাওরাইদ বাজারে চুরির করার চেষ্টা চলছে- এমন খবর পেয়ে দুই যুবককে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সব আইনি প্রক্রিয়া চলমান।’
এমজে