ছবি : প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে এক বিসিআইসি সার ডিলারের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী হক সার মজুদের বিষয়টি যাচাই করার জন্য উপজেলার চাঁদখানা ইউপির কেল্লাবাজারে বিসিআইসি সার ডিলার আলহাজ খলিলুর রহমানের গুদামে যান। এসময় বিভিন্ন সারের সাথে গোঁজামিল দেখিয়ে সারের মজুদ দেখানো হয়। সারের মজুদের হিসেবে ঘাটতি থাকায় ভ্রাম্যমাণ আদালত ওই ডিলারের ম্যানেজার আফতাব আলমের ১০ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, অতিরিক্ত কৃষি অফিসার ইয়াকুব আলী।
আবু হাসান শেখ/এমআই