সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর পদত্যাগ দাবি
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:০৮
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পদত্যাগ দাবি করেছেন কক্সবাজারের রামু উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ ছাড়া এ সময় ৭ দফা দাবি পূরণে অন্তবর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগসহ স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার দপ্তর বদল করতে হবে। সেই সাথে ছাত্রদের পরামর্শে নতুন উপদেষ্টা নিয়োগ করে বিপ্লবীদের দিয়ে সরকার পুর্নগঠন করতে হবে।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে৷ পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।’
স্থানীয় সরকার আইন সংস্কারের দাবি জানিয়ে তারা বলেন, ‘২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ও ২০২৪ সালের ডামি নির্বাচনের সাথে জড়িত ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সর্বোচ্চ মহলে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আইন সংস্কার করে দ্রুত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করতে হবে ‘
ফ্যাসিবাদের দোসর আমলাদের অপসারণের দাবি জানিয়ে তারা বলেন, ‘রাষ্ট্রের সর্বস্তরে বহাল তবিয়তে থাকা ফ্যাসিবাদীদের দোসর আমলাদের দ্রুত চিহ্নিত করে অপসারণ করতে হবে। ২০১২ সালে রামু ও ২০১৬ সালে নাসির নগরে সহিংসতাসহ বিগত সরকারের সময়ে সংঘটিত সব ঘটনার পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সীমান্তে গরু, মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধ ও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।’
সংবাদ সম্মেলনে ৭ দফা বাস্তবায়নে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হঁশিয়ারি দেন তারা।
ডিআর/এমজে