Logo
Logo

সারাদেশ

সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর পদত্যাগ দাবি

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:০৮

সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর পদত্যাগ দাবি

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পদত্যাগ দাবি করেছেন কক্সবাজারের রামু উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ ছাড়া এ সময় ৭ দফা দাবি পূরণে অন্তবর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগসহ স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার দপ্তর বদল করতে হবে। সেই সাথে ছাত্রদের পরামর্শে নতুন উপদেষ্টা নিয়োগ করে বিপ্লবীদের দিয়ে সরকার পুর্নগঠন করতে হবে।’ 

শিক্ষার্থীরা আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে৷ পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।’

স্থানীয় সরকার আইন সংস্কারের দাবি জানিয়ে তারা বলেন, ‘২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ও ২০২৪ সালের ডামি নির্বাচনের সাথে জড়িত ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সর্বোচ্চ মহলে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আইন সংস্কার করে দ্রুত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করতে হবে ‘

ফ্যাসিবাদের দোসর আমলাদের অপসারণের দাবি জানিয়ে তারা বলেন, ‘রাষ্ট্রের সর্বস্তরে বহাল তবিয়তে থাকা ফ্যাসিবাদীদের দোসর আমলাদের দ্রুত চিহ্নিত করে অপসারণ করতে হবে। ২০১২ সালে রামু ও ২০১৬ সালে নাসির নগরে সহিংসতাসহ বিগত সরকারের সময়ে সংঘটিত সব ঘটনার পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সীমান্তে গরু, মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধ ও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।’

সংবাদ সম্মেলনে ৭ দফা বাস্তবায়নে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হঁশিয়ারি দেন তারা।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর