Logo
Logo

সারাদেশ

ঘুষ নেওয়া সেই অফিস সহায়ক বরখাস্ত

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:৩০

ঘুষ নেওয়া সেই অফিস সহায়ক বরখাস্ত

ছবি : প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৭ ডিসেম্বর) অফিসে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহায়ক জামাল মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

শনিবার (২৯ ডিসেম্বর) পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  

অফিস আদেশে বলা হয়, অফিস সহায়ক জামাল মোল্লা সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা মোতাবেক ২৯ ডিসেম্বর থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক জীবনধারণের ভাতা প্রাপ্য হবেন।  

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহায়ক জামাল মোল্লা এক ব্যক্তিকে বলছেন দেন দেন, যা দেবেন দেন । একটা রাখছি খালি আপনাদের লইগ্গা, এইডা আপনার লইগ্গা খালি আমি করতেছি । পরবর্তীতে দেখা যায় অপর ব্যক্তি পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিচ্ছেন । 

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন বলেন, ‘ঘুষ লেনদেনের অভিযোগে জামাল মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তার বিষয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযোগ অস্বীকার করে জামাল মোল্লা বলেন, ‘শ্বশুর বাড়ি এলাকার ওই শিক্ষকের থেকে তিনি ধারের টাকা ফেরত নিচ্ছিলেন। আসলে অন্য একজনের নাম ঢুকিয়ে দেওয়ার জন্য তাকে খুশি করার বিষয়ে আলোচনা চলছিল।’

আরিফুল ইসলাম সাগর/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর