Logo
Logo

সারাদেশ

ভাড়া বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, তরুণ আটক

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭

ভাড়া বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, তরুণ আটক

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় কথিত স্বামীর সঙ্গে অভিমান করে নওরিন আফরিন মোহনা নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে কথিত স্বামী সাজ্জাদুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। 

আটক নাহিদ (২১) খুলনার দিঘলিয়া থানার মোল্লডাঙা এলাকার মফিজুল ইসলামের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকার ঢুমনি এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। 

নিহত নওরিন আফরিন মোহনা (১৮) ধামরাই উপজেলার বিজয়নগর এলাকার দেলোয়ার মিয়ার মেয়ে। তারা উভয়ে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট ধানমন্ডি শাখার গ্রাফিক্স ডিজাইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, ‘চলতি মাসের ১৪ তারিখে সাভারের এক মসজিদের ইমামকে দিয়ে বিয়ে করেন তারা। পরে আশুলিয়ার পলাশবাড়িতে একটি ভবনের পঞ্চম তলায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেয়। সোমবার বিকেলে নাহিদ নিজেই জানালার গ্রীল কেটে মোহনার ঝুলন্ত মরদেহ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর নাহিদ মোহনার মরদেহ ধামরাই (মোহনার বাপের বাড়ি) নিয়ে গেলে স্থানীয়রা নাহিদকে আটক করে পুলিশে হস্তান্তর করে।’ 

মোহনার পরিবারের সদস্যরা বলেন, ‘গত চার-পাঁচদিন আগে মোহনা হোস্টেলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে আসে। এর আগে সে বিয়ের কথা বললেও কাবিননামা দেখাতে পারেনি। আজকে খবর আসে মোহনা অনেক সমস্যার মধ্যে আছে। পরে জানা যায় সে মারা গেছে। বিয়ের কথা বলে মোহনাকে ধর্ষণ করেছে সাজ্জাদুল। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে কিছু একটা করেছে ওই ছেলে।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী দাবি করা নাহিদ নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।’

হাসান ভুঁইয়া/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর