গাজীপুরের শ্রীপুর উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারিরা। গত ডিসেম্বর মাসে উপজেলার মাওনা, বরমী, গোসিঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ২৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক গরু চুরির ঘটনায় উদ্বিগ্ন কৃষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গরু চুরির ঘটনায় একটি মামলা দায়ের হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সর্বশেষ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বাউনী মুন্সিবাড়ি এলাকায় কৃষক মোস্তফা কামালের গরু চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। গভীর রাতে তার গোয়াল ঘর থেকে গর্ভবতী দুটি গাভীসহ তিনটি গরু চুরি হয়। এর আগে গত রোববার দিবালোকে তার দুটি ছাগলও চুরি হয়েছিল। গোয়াল ঘরের তালা কেটে চোরেরা গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া তিনটি গরুর মধ্যে একটি সাদা-কালো রঙের গর্ভবতী গাভি, একটি কালো রঙের গর্ভবতী গাভি ও একটি শাহীওয়াল জাতের ষাঁড় ছিল।
মোস্তফা কামাল জানান, তিনি দীর্ঘদিন ধরে গরুগুলোকে পাহারা দিচ্ছিলেন। মঙ্গলবার ভোর সোয়া ৪টায় ঘুম থেকে উঠে তিনি গোয়াল ঘরের তালা কাটা দেখতে পান। এরপর জানালা খুলে তিনি দেখেন, একটি গরু চোরেরা পিকআপে করে নিয়ে যাচ্ছে। চিৎকার করলে চোরেরা একটি গরু ছেড়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, গত রোববার দুপুর দেড়টার দিকে দিবালোকে তার আরো দুটি ছাগল চুরি হয়। এ ঘটনায় তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের কৃষক হারুন মিয়ার ৬টি গরু চুরি হয়। একই দিন মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া এলাকায় দুই কৃষকের দুটি গরু চুরি হয়। এছাড়া ১৩ ডিসেম্বর গভীর রাতে উপজেলার লোহাগাছ ও ডুয়াইবাড়ি দুই পৃথক গ্রামের ৫ কৃষকের ১১টি গরু চুরি হয়েছিল।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ এসেছে এবং মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সোহেল/এমবি