Logo
Logo

সারাদেশ

ঝালকাঠিতে আগুনে বসতঘর পুড়ে ছাই

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬

ঝালকাঠিতে আগুনে বসতঘর পুড়ে ছাই

ছবি : বাংলাদেশের খবর

ঝলকাঠির নলছিটিতে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পশ্চিম সুবিদপুর গ্রামের আইয়ুব আলীর বসতঘরে আগুন লাগে।

এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ কমপক্ষে পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। 

জানা গেছে, ‘নলছিটি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেলেও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। এলাকাবাসী নিজেদের প্রচেষ্টায় আগুন  নিয়ন্ত্রণে আনতে পারায় রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী ঘরবাড়ি।’ 

আইয়ুব আলী হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার জানান, ‘আমার  বাবা-মা, ভাই বোন, স্ত্রী সন্তানসহ আমরা এক ঘরে থাকতাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বিদ্যুতের মিটার থেকে আগুন লাগে। স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ আমাদের বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।’  

এ বিষয়ে নলছিটি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গেলেও রাস্তা সরু হওয়ায় ওই বাড়িতে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে।’

মো. শাহাদাত হোসেন মনু/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর