পঞ্চগড়ে শতাধিক দুস্থ-প্রতিবন্ধী পেল শীতের কম্বল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮
‘প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক’ এ প্রতিপাদ্যে পঞ্চগড়ে শতাধিক অসহায় দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কম্বল বিতরণ করা হয়।
আর্ন এন্ড লিভর পরিচালক, লন্ডন প্রবাসী সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক তত্ত্বাবধানে জেলার ২০টি গ্রাম থেকে ১০০ দুস্থ ও প্রতিবন্ধীর হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল পেয়ে আনন্দিত প্রতিবন্ধী জিল্লুর ও রাজু বলেন, আমরা যারা প্রতিবন্ধী তাদের জীবনে অনেক কষ্ট। একটি কম্বল আমাদের জন্য সোনার চেয়ে দামি। আর্ন এন্ড লিভ আমাদের কষ্টের কথা ভেবে যে কম্বল দিয়েছে, তার জন্য তাদের জন্য দোয়া করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মেজবাহ, বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসরাফুল ইসলাম, আর্ন এন্ড লিভের টিম লিডার ডিজার হোসেন বাদশা, আল আমিন সুয়েল ও সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী কর্মীরা।
এসকে দোয়েল/এমবি