সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আহ্বান
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:০৭
সরকারকে কৃষকদের সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, এবারের ভয়াবহ বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। যদি আগামী বোরো মৌসুমে সেচের জন্য বিদ্যুৎ না পাওয়া যায়, তাহলে কৃষকের আরো ক্ষতি হবে।
কেন্দ্রীয় কৃষক দলের তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক। সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলী আশরাফ, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, বিএনপি নেতা অধ্যক্ষ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডলসহ স্থানীয় নেতাকর্মীরা।
ওমর ফারুক আকাশ/এমবি