সাঁড়াশি অভিযানে ২৮ ঘণ্টা পর উদ্ধার টেকনাফের ১৮ শ্রমিক
উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের গহীন পাহাড়ে অপহৃত বনকর্মচারীসহ ১৮ শ্রমিককে মুক্তি দিতে বাধ্য হয়েছেন অপহরণকারীরা। এ ঘটনায় সাঁড়াশি অভিযান শুরু হলে অপহরণের ২৮ ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি বলেন, অপহৃতদের উদ্ধার করতে সোমবার থেকে র্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে পাহাড়ে সাঁড়াশি অভিযান শুরু করে। এক পর্যায়ে অপহরণকারীরা ১৮ শ্রমিককে ছেড়ে দিতে বাধ্য হয়। অভিযানে সফলতা পাওয়ার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে। উদ্ধারকৃতরা অক্ষত অবস্থায় র্যাব-১৫ এর হেফাজতে রয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের সময় অপহরণে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় টেকনাফ বন বিভাগের কর্মকর্তারা একটি মামলা করবেন।
জানা যায়, সোমবার অপহৃত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথ অভিযান শুরু করে। পাশাপাশি ওই এলাকার সাধারণ জনগণ ও বনকর্মীদের নিয়ে গহীন পাহাড়ের বেশ কয়েকটি পয়েন্ট অভিযান চালায়।
এদিকে, মঙ্গলবার সকালে টেকনাফের হোয়াইক্যং শামলাপুর পাহাড়ি ঢালা নামক এলাকা থেকে দুই সিএনজিচালকসহ আটজনকে অপহরণ করা হয়েছে। তাদেরকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ওএফ