Logo
Logo

সারাদেশ

ময়মনসিংহ

বছরের প্রথম দিন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৩:১৯

বছরের প্রথম দিন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ময়মনসিংহে বছরের প্রথম দিন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আজ (বুধবার) প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহ জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আজ জেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানেই বই দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। জেলায় যে পরিমাণ বইয়ের চাহিদা রয়েছে সে তুলনায় কম পেয়েছি। আশা করছি চলতি মাসের ২০ তারিখের মধ্যে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পারব। 

তিনি শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ করে বলেন, কেউ যেন বইয়ের অজুহাতে পাঠদান কার্যক্রম বন্ধ না রাখেন। যারা বই পায়নি তারা সফট কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।

ময়মনসিংহ জেলায় ৪ হাজার ৭১৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আট লাখ শিক্ষার্থী রয়েছে। প্রাথমিকে নতুন বইয়ের লক্ষ্যমাত্রা ৪০ লাখ। আর মাধ্যমিকে ৩৮৬টি মাদ্রাসা ও ৬১২টি উচ্চবিদ্যালয়ে প্রায় সাত লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৮০ লাখ বই বিতরণ করা হবে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর