চাঁদপুরে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এদিন সকাল ১০টায় বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এরপর বেলা ১১টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন জেলা প্রশাসক।
বই বিতরণের সময় জেলা প্রশাসক শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
নতুন বই বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মমিন হোসেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিসমত আরা শাফি বন্যাসহ অন্যান্য শিক্ষকরা।
এদিন চাঁদপুর জেলার আটটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়।
আলআমিন ভূঁইয়া/এমবি