ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর মহাদেবপুরে অভিনব কায়দায় স্বর্ণ চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া আড়াই ভরি স্বর্ণ, এক লাখ ৫৯ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার কোতয়ালি থানার তামলিপাড়া গ্রামের রমজান আলী (৪৬), তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০) ও কালিতলা গ্রামের মৃত মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫)।
গাজিউর রহমান বলেন, গত ২৬ ডিসেম্বর নওগাঁর মহাদেবপুর সদরের একটি জুয়েলার্স দোকানে স্বর্ণ কেনার নামে চুরি করা হয়। চোর চক্রের সদস্যরা কৌশলে একটি ব্রেসলেট চুরি করে নিয়ে যান। ঘটনার পর দোকান মালিক অনিমেষ চন্দ্র থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরদের শনাক্ত করে পুলিশ। পরে প্রযুক্তির সাহায্যে দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, চুরি হওয়া ব্রেসলেটসহ আরও দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এছাড়া চোরাই স্বর্ণ বিক্রির এক লাখ ৫৯ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে। আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে বলে জানানো হয়েছে।
এম এ রাজ্জাক/এমবি