Logo

সারাদেশ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁর মহাদেবপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। 

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে মোশারফ হোসেন, তিনি ঢাকাগামী তনয় বাসের সুপার ভাইজার ছিলেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এসিসটেন্ড মো. আফতাব উদ্দীন।

আহতরা হলেন- মোটরসাইকেল চালক মহিনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে আরিফ হোসেন, পঞ্চগড় জেলার চকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনসার আলী, পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে সীতা, ধামইরহাট উপজেলার হেরেম সোনাদিঘী গ্রামের নিমাই-এর ছেলে বাতরাজ।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে মোশারফ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত মোহাম্মদ আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম এ রাজ্জাক/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর