‘সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার ঝুলিয়ে রেখেছিল আ.লীগ’
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২০:১৫
আওয়ামী লীগ সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার ঝুলিয়ে রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রশিক্ষণ সম্পাদক মোশাররফ হোসেন।
বুধবার (১ জানুয়ারি ) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিন এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সাংবাদিকরা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের সত্য প্রকাশে বাধা প্রদানসহ আইসিটি অ্যাক্ট ২০০৬, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮-এর মতো কালো আইন করে। নানাভাবে সাংবাদিকদের জন্য সর্বদা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল।’
বিএনপির প্রশিক্ষণ সম্পাদক বলেন, ‘প্রবীর সিকদারের মতো সাংবাদিকদের সত্য প্রকাশের দায়ে কারাগারে দিনের পর দিন আটকে রেখেছিল। এ কালো আইনে সাংবাদিকদের নামে অন্তত ১০ হাজার মামলা করা হয়েছিল। সাংবাদিক সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার বছরের পর বছর ঝুলিয়ে রেখেছিল আওয়ামী লীগ।’
সাংবাদিকদের নির্ভয়ে সত্য কথা লেখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের সত্য উদঘাটনে আমার কোনো দলীয় নেতাকর্মী যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এবিএম মোশাররফ বলেন, ‘দেশের মেগা প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কিংবা প্রকৃতি ও পরিবেশ নিয়ে কোনো চিন্তা করেনি আওয়ামী লীগ। তাদের একমাত্র চিন্তাই ছিল লুটপাট করা। শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তারা যা লুটপাট করেছে, সেটা জেনে দেশের মানুষ বিস্মিত।’
এমজে