শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ঔষধ ব্যবসায়ীর মৃত্যু, আটক ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৪৪
ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ভোররাত তিনটার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড মসজিদ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ দুই কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম হাসিবুল ইসলাম (৪০)। তিনি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড মসজিদ মোড় এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সেখানে তার একটি ওষুধের দোকান ছিল।
নিহতের শ্বাশুড়ি হনুফা বেগম জানান, হাসিবুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানসহ একটি প্রাইভেট কারে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ভোররাত আড়াইটার দিকে তাদের গাড়ি কেওয়া পশ্চিম খন্ড মসজিদ মোড়ের সামনে থামে। গাড়ি থেকে নেমে হাসিবুল ইসলাম তার দোকানে যান ঘরের চাবি আনতে। এসময় ৮-১০ জনের একটি কিশোর গ্যাং সেখানে এসে হাসিবুলের স্ত্রীর স্বর্ণালংকার ছিনতাই করে এবং বাধা দিলে তার স্বজনকে আঘাত করে। ফিরে এসে হাসিবুল গ্যাংয়ের সদস্যদের বাধা দেন, তখন তারা ইট দিয়ে হাসিবুলের শরীরে আঘাত করেন। মারাত্মকভাবে আহত হয়ে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়ের সদস্য মো. অন্তর (২০) ও মো. রোমান (২১) কে আটক করেছে। তাদের বাড়ি ঘটনাস্থলের কাছেই। স্থানীয়রা জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে তারা বিভিন্ন সময় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। এ ঘটনার বিচার দাবি করেছে নিহতের পরিবার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়েনাল আবেদীন মণ্ডল জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
আতাউর রহমান সোহেল/এআরএস