হালুয়াঘাট প্রেস ক্লাবের সভাপতি সুমন, সম্পাদক জুলমত
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:৪৫
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ঐতিহ্যবাহী হালুয়াঘাট প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আনন্দ টিভি প্রতিনিধি ওমর ফারুক সুমন এবং সাধারণ সম্পাদক পদে জুলফিকার আলী জুলমত নির্বাচিত হয়েছেন। বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র প্রভাষক সুলতান আহমেদ। এছাড়া, ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন :
সহসভাপতি লুৎফর রহমান সায়েম (সাপ্তাহিক পরিধি), যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এম.এ.খালেক (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু (বাংলাদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মালেক (চ্যানেল এস), শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক আকাশ (ভোরের ডাক), কার্যকরী সদস্যরা- খালেদ আহমদ, শামসুল আলম পনির (সংগ্রাম), মো. দেলোয়ার হোসেন (আমজনতার কথা) এবং শেখ খালেদ উজ্জামান আউলিয়া (দেশকাল)। নতুন কার্যকরী কমিটি আগামী দু’বছর দায়িত্ব পালন করবে।
এআরএস