ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে বেলুন উড়িয়ে ওয়াকাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ওয়াকাথন শুরু হয়। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে 'কল্যাণরাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা' শীর্ষক একটি মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য ও সমাজ সেবার আহ্বায়ক ম্যা ম্যা নু, সমাজ সেবা বিভাগের উপপরিচালক মিল্টন মহুরী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই দিবসটি সমাজকল্যাণ সেবা এবং এর মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়।
সোহেল কান্তি নাথ/এআরএস