নলছিটিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬
ছবি : বাংলাদেশের খবর
‘পাশে নেই কেউ যার সমাজ সেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়।
পরিষদ চত্বরে তরুণ শিক্ষার্থী এবং সমাজসেবা বিভাগের সুবিধাভোগীদের সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বেলা ১১টায় ওয়াকাথন অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র নির্মাণে মুক্ত চিন্তার আড্ডার প্রতিযোগিতার আয়োজন করে এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় শিক্ষার্থী এবং সমাজসেবা বিভাগের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
মো. শাহাদাত হোসেন মনু/এমআই