Logo
Logo

সারাদেশ

টাঙ্গাইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৭:০৫

টাঙ্গাইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য ওয়াকাথন, মুক্ত আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, ধনবাড়ী থানার ওসি মো. শহিদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সহসভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজুসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় সমাজ সেবা দিবস প্রতি বছর ২ জানুয়ারি পালিত হয়ে থাকে, যা সমাজসেবার প্রতি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ও সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ তৈরি করতে ভূমিকা রাখে।

হাফিজুর রহমান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর