Logo
Logo

সারাদেশ

নিখোঁজের ৬ দিন পর যুবকের মাটি চাপা লাশ উদ্ধার

Icon

বাংলাদেশের প্রতিবেদক, ঢাকা উত্তর

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৭:২৩

নিখোঁজের ৬ দিন পর যুবকের মাটি চাপা লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর হৃদয় হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কবিরপুর এলাকায় বেতার কেন্দ্রের ভিতর সামান্য মাটি চাপা দেওয়া অবস্থায় ছিল তার মরদেহ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার কবিরপুরে বেতার কেন্দ্র এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। 

নিহত হৃদয় হোসেন (১৮) জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। গাজীপুর জেলার কাশিমপুর থানার মাধবপুর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। গত ২৮ ডিসেম্বর হৃদয় তার ভাড়াবাসা থেকে নিখোঁজ ছিলেন বলে জানা যায়। 

নিহতের মা বলেন, সকালে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, এ সময় খবর আসে আমার ছেলে কাদার মধ্যে পড়ে আছে। এসে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে। 

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গত শনিবার সকালে বাসা থেকে বের হয়ে যায়। আজ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফুল ইসলাম সাব্বির/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর