৩০ বছর জেলে রেখেও সাঈদীর মাথা নত করা যেত না : শামীম
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
![৩০ বছর জেলে রেখেও সাঈদীর মাথা নত করা যেত না : শামীম](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/02/BK-Misbah-Jamil-(61)-67768782aa1c0.jpg)
৩০ বছর জেলে রেখেও সাঈদীর মাথা নত করা যেত না বলে জানিয়েছেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম বিন সাঈদী।
বুধবার (১ জানুয়ারী) রাতে চট্টগ্রামের মিরসরাই সোবাহানিয়া দরবার শরীফের ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘১৩ বছর নয়, ২৬ বছর নয়, ৩০ বছর বন্দী করে রাখলেও আল্লামা সাঈদীর মাথা নত করা যেত না। তার চলে যাওয়া অস্বাভাবিক ছিল। তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রতিশোধ নেব।’
শামীম অভিযোগ করে বলেন, ‘কোরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হ্যার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে না কি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার? আমি দেখিনি।’
তিনি বলেন, ‘আপনারা দেখছেন কিনা জানি না। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। কেউ একজন জিজ্ঞেস করেছেন আপনার কি কষ্ট হচ্ছে? কেমন আছেন? তিনি সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনারা দেখেছেন না ভিডি? ওই যে হাসি দেখেছেন, এটা কি শুধু হাসি, এটা শুধু হাসি না; ওই হাসির মাঝে প্রতিবাদ আছে।’
৫ মে শাপলা চত্বরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘৫ মে আলেমদেরকে শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আলেমদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডীন হবেই হবে।’
সাঈদীর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সেদিন দূরে নয়, যে স্বপ্ন দেখেছেন আল্লামা সাঈদী, সেই স্বপ্ন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। আল্লাহ আমাদেরকে দেখাবেন। তিনি দেখতে পারেননি। কিন্তু আল্লাহ আপনাদেরকে দেখাবেন।’
সাফায়েত মেহেদী/এমজে