‘নির্বাচন আর ঐক্য নিয়ে কোনো টালবাহানা করতে দেওয়া হবে না’
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮
নির্বাচন আর ঐক্য নিয়ে কোনো টালবাহানা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো তালবাহানা প্রত্যাশা করি না। ঐক্য নিয়েও কোন তালবাহানা প্রত্যাশা করি না। ঐক্যের বিকল্প যাতে অন্য কিছু না হয়, কোনো বিভাজন যেন না হয়। কারণ আমরা এ জাতিকে দেখেছি বার বার বিপদগ্রস্ত হতে। জাতিকে আর কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে বিপর্যস্ত হতে দিতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এ জাতিকে আগামী দিনে নেতৃত্ব দেবার জন্য এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই রাষ্ট্রকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠনের জন্য এবং বিশ্ব রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবার জন্য দেশনায়ক তারেক রহমান আমাদেরকে প্রস্তুত করেছেন।’
কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।
প্রতিনিধি সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।
মোস্তাফিজুর রহমান টিপু/এমআই