বিএনপিকে মাইনাসের চেষ্টা করবেন না : কৃষকদল সম্পাদক
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২০:৩২
ছবি : বাংলাদেশের খবর
বিএনপিকে মাইনাস করার চেষ্টা করবেন না, এটা বোকামি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। হাসিনাসহ আওয়ামী লীগের দোসররা পালিয়ে গেছে, আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে। এখন বিএনপিকে মাইনাস করবেন, এটা চিন্তা করা বোকার স্বর্গে বাস করার মতো হবে। এটা ভাবার সুযোগ নেই।’
রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না, মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করে ক্ষমতা যেতে চাই না, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতা যেতে চাই।’
কৃষকদল সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ বছর আমরা রক্ত ঝরিয়েছি গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। মানুষ যদি আমাদের ভোট দেয় আমরা যাব, আপনাদের ভোট দিলে আপনারা যাবেন। এ নিয়ে আমাদের কোনো হায় আফসোস নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই সংগ্রাম করেছি, আগামীতেও করব। আমরা লড়াই-সংগ্রামের মাধ্যমে এ পর্যন্ত এসেছি। ট্রেনিং জমা দেইনি। প্রয়োজনে আবারও লড়াই করব।’
শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আমাদের বক্তব্য পরিষ্কার, দেশের বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা এর পরোয়া করি না। আমরা ঘরে ফিরে যাইনি।’
তিনি দলীয় নেতাকর্মীকে সচেতন থাকার আহ্বান জানান। যাতে কেউ মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
এমজে