Logo
Logo

সারাদেশ

মার্চ ফর ইউনিটি

মোল্লাহাটে শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, গ্রেপ্তার ৫

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২০:৪৩

মোল্লাহাটে শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, গ্রেপ্তার ৫

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ গাড়িবহরে হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আন্দোলনের অন্যতম প্রতিনিধি হৃদয় ঘরামী বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তাক মুন্সি, উজ্জ্বল সরকার, হানিফ, সাব্বির, এবং আব্দুর রহমান।

মামলার প্রধান আসামি হিসেবে মাদ্রাসাঘাট এলাকার ইমাদ পরিবহনের কাউন্টার ম্যান কালু ফরাজীর নাম উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মাদ্রাসাঘাট এলাকায় ঢাকাগামী ‘মার্চ ফর ইউনিটি’ গাড়িবহরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা শিক্ষার্থীদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও সেনাবাহিনী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষের কারণে সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সংঘর্ষে ২৩জন আহত হন। তাদের মধ্যে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৩ জন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

শেখ আবু তালেব/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর