Logo

সারাদেশ

ফরিদপুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫২

ফরিদপুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় ১৩ বছরের এক কিশোর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে স্থানীয়রা একটি মহিলা মাদ্রাসার বাউন্ডারি দেয়ালের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পরে কোতোয়ালি থানার পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত কিশোর, শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়ার মৃত খোকা ব্যাপারীর ছেলে হুসাইন।

জানা গেছে, এক সপ্তাহ আগে তার বাবা খোকা ব্যাপারী মারা যাওয়ার পর পরিবারের সবার ছোট এই কিশোর নতুন একটি অটোরিকশা কিনে চালানো শুরু করেছিল জীবিকার জন্য। তবে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় সে। রাতে বাড়ি না ফেরায় এলাকায় মাইকিংও করা হয়। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়।

নিহতের চাচাতো ভাই ওবায়দুর রহমান বলেন, ‘হুসাইন তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। বাবা মারা যাওয়ার পর পরিবারের উপার্জনের জন্য আত্মীয়-স্বজনরা তাকে একটি নতুন রিকশা কিনে দেন। কিন্তু সেই রিকশাটিই তার মৃত্যুর কারণ হলো।’

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই সনাতন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এবং সিআইডি টিম ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

অপূর্ব অসীম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর