Logo
Logo

সারাদেশ

ফেনী ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সেক্রেটারি আরমান

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২১:৩৪

ফেনী ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সেক্রেটারি আরমান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি আবু হানিফ হেলাল ও সেক্রেটারি ইমাম হোসেন আরমান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (০৩ জানুয়ারি) ফেনী দারুল ইসলাম মিলনায়তনে ছাত্রশিবির ফেনী জেলা শাখার সদস্যদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

সমাপনী সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. এস এম কামাল উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন, ফেনী শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম ও ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতিসহ নেতাকর্মীরা।

শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর