Logo

সারাদেশ

কলাপাড়ায় পিকআপের চাপায় শ্রমিক নিহত, আটক ১

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:০০

কলাপাড়ায় পিকআপের চাপায় শ্রমিক নিহত, আটক ১

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বরিশালগামী মাছ বোঝাই পিকআপের চাপায় মো. ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

তিনি উপজেলার নীলগঞ্জ গ্রামের আবু তাহের হাওলাদারের ছেলে। এ ঘটনায় পিকআপচালক মো. সবুজ কাজীকে পুলিশ আটক করেছে।

তবে ঘটনার পরপরই স্থানীয়রা ইউসুফ হাওলাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে পথিমধ্যে লেবখালী এলাকায় তার মৃত্যু হয়। ইউসুফ হাওলাদার কলাপাড়া সদর রোড এলাকার সত্তার মোল্লার মুদি দোকানের কর্মচারী বলে জানা গেছে। 

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

জাকারিয়া জাহিদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর