Logo
Logo

সারাদেশ

হালুয়াঘাটে মহিলা লীগ নেত্রী শিমুল গ্রেপ্তার

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৮

হালুয়াঘাটে মহিলা লীগ নেত্রী শিমুল গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে সাবেক জেলা পরিষদের মহিলা সদস্য ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমাউল হুসনা শিমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জয়িতা মহিলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসমাউল হুসনা শিমুল হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের পল্লী পশু চিকিৎসক নজরুল ইসলামের স্ত্রী।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, জেলা পরিষদ সদস্য থাকাকালীন বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থসম্পদ অর্জন করেছেন তিনি। সংসারে অভাব থাকা সত্ত্বেও তিনি গ্রাম থেকে ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। পরবর্তীতে আওয়ামী লীগের এমপি জুয়েল আরেং এর আশীর্বাদে তিনি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকেই তার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে।

স্থানীয়দের দাবি, কিছুদিন আগে তিনি একটি প্রাইভেটকার ক্রয় করেন যা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। দুর্নীতি দমন কমিশন যদি জেলা পরিষদে তার দেওয়া প্রকল্পগুলো তদন্ত করে, তবে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর বিষয়গুলো স্পষ্ট হবে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

ওমর ফারুক আকাশ/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর