Logo

সারাদেশ

যুবদল নেতা হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪২

যুবদল নেতা হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের গাংনীতে চাঞ্চল্যকর যুবদল নেতা আলমগীর হোসেন হত্যার ঘটনায় তিনজন ঘাতককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব)।

শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর ১২ টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাংনী পৌরসভা চৌগাছা গ্রামের রইচ উদ্দীনের ছেলে ঘড়ি ব্যবসায়ী মো. রবিউল ইসলাম ওরফে বিপ্লব (৩৬), উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে মফিকুল ইসলাম (৩৯) ও কোদাইলকাটি গ্রামের জামাত আলীরর ছেলে আলমগীর হোসেন (৪০)।

র‌্যাব কমান্ডার আশরাফউল্লাহ বলেন, পাওনা টাকা নিয়ে পূর্বপরিকল্পনা মতে গাংনী পৌর যুবদলের ওয়ার্ড সভাপতি (বাঁশবাড়িয়া) আলমগীর হোসেনকে দা দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে বলে তারা স্বীকার করেছেন। এ হত্যাকান্ডের সাথে পাঁচজন অংশ নিয়েছে বলেও জানান তারা।

ঘটনার দিন গত ১ জানুয়ারি বিকালে আলমগীর হোসেনের কাছ থেকে ২ লক্ষ টাকা ফেরত নিতে গেলে আসামীরা তাকে হত্যা করার পরিকল্পনা করেন। প্রায় চার বছর আগে আলমগীর হোসেন মফিকুল ইসলামের কাছ থেকে এ টাকা ধার নিয়েছিলেন। এরপর থেকেই মফিকুল আলমগীরের কাছে টাকা ফেরত পাওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। যা কয়েকদিনের মধ্যে উত্তেজনায় পরিণত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, আলমগীর হোসেন হত্যার ঘটনায় মোট পাঁচজন অংশ নিয়েছে। হত্যার পর ঘাতকরা আলমগীর হোসেনের কাছে একটি চিরকুট রেখে আসার পরিকল্পনা করেছিল। এ চিরকুটটি হত্যার পর আলমগীরের কাছে রেখে আসে আসামিরা। যাতে ঘটনার মোড় বদলানো যায়।

এ বিষয়ে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানিয়েছেন, গত ২ জানুয়ারি রাত ১০ টার দিকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের খোঁজ চলছে।

জামান আকতার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর