Logo

সারাদেশ

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু সায়েম গ্রেপ্তার

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৫১

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু সায়েম গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের ১নং নির্বাহী সদস্য ও নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) বিকেল সোয়া ৫ টার দিকে সৈয়দপুর উপজেলা এলাকা থেকে ডিমলা থানার সাব ইন্সপেক্টর নুর ইসলামের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে।  

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবু সায়েম সরকার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত  ছিলেন।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, আবু সায়েমের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

রাসেদ খান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর