Logo

সারাদেশ

ভাঙ্গায় টিকটক করতে এসে ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৬

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৫৪

ভাঙ্গায় টিকটক করতে এসে ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৬

ফরিদপুরের ভাঙ্গায় টিকটক করতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভাঙ্গা থানা পুলিশ দুইজন ধর্ষক এবং ভিডিও ধারণকারী চারজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে।

ধর্ষণের শিকার ওই তরুণী ফরিদপুরের বোয়ালমারী এলাকার বাসিন্দা এবং পেশায় জুট মিলের শ্রমিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ভাঙ্গা উপজেলার আমজাদ খানের ছেলে আকরাম আলী (২৫), মধুখালী উপজেলার ছাত্তার মোল্লার ছেলে জুয়েল (৩০), চুমরদী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারউদ্দিন মোল্লার ছেলে সাইদুল (৩০), সিরাজ শরীফের ছেলে মামুন শরীফ (৩০), ইউনুস মোল্লার ছেলে জুয়েল (২৫) এবং রশিদ মোল্লার ছেলে বাবু মোল্লা (২৭)।

পুলিশ এবং ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, আকরাম আলী নামের এক ব্যক্তি টিকটকের মাধ্যমে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে বোয়ালমারী থেকে ভাঙ্গায় নিয়ে আসেন। আকরাম স্থানীয় সাবিনা নামের এক নারীর বাসায় ওই তরুণীকে স্বামী পরিচয়ে ভাড়া রাখেন। রাতে আকরাম ও জুয়েল মিলে তরুণীকে ধর্ষণ করেন। পরে স্থানীয় কয়েকজন ঘটনা টের পেয়ে তাদের আটক করেন এবং কক্ষে নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন।

শনিবার বিকেলে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক জুট মিলের নারী শ্রমিককে টিকটক ও টাকার প্রলোভন দেখিয়ে বোয়ালমারী থেকে ভাঙ্গায় নিয়ে আসে আকরাম। এরপর আকরাম ও তার সহযোগী জুয়েল তাকে ধর্ষণ করে। স্থানীয় আরও চার যুবক তাদের আটক করে এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে।

ওসি আরও জানান, ঘটনাটি জানার পর আমরা অভিযান চালিয়ে দুই ধর্ষক এবং পর্নোগ্রাফি আইনে অপর চারজনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় দুইটি ধর্ষণ মামলা এবং একটি পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হবে। ভুক্তভোগীকে ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

মোসলেউদ্দিন ইমরান/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর