পরশুরামে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২১:২২
ফেনী পরশুরামে নিষিদ্ধ ছাত্রলীগের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পরশুরাম বাজারের পোস্ট অফিসের সামনে থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি পরশুরাম বাজারের সড়ক প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন শাকিল, উপজেলা সমন্বয়ক আবদুল কাদের মিনার।
সৌরভ হোসেন শাকিল বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল স্পিরিট ছিল বৈষম্য দূর করা। পরশুরামের সন্তান শহীদ ইকরাম হোসেন কাউছারের খুনিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে, তাদের গ্রেফতার করা হয়নি।পুলিশ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।
তিনি বলেন, ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগের বিরুদ্ধে পরশুরাম থানায় কোনো মামলা হয়নি। নিষিদ্ধ ছাত্রলীগ মাথা বের করার চেষ্টা করছে। আমরা ছাত্রজনতা তাদের সে সুযোগ দেবো না।
এম. এমরান পাটোয়ারী/এমজে