Logo

সারাদেশ

পাবনায় ৪ তলা থেকে পড়ে রুশ নারী নিহত

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২১:২৬

পাবনায় ৪ তলা থেকে পড়ে রুশ নারী নিহত

পাবনা ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটির ৪ তলা থেকে পড়ে রাশিয়ান নারীকর্মী নিহত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে গ্রিনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত পোস্তারুক কেসনিয়া নামের রাশিয়ান নারীকর্মী রূপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে চাকরি করতেন। গ্রিনসিটির দায়িত্বরত চিকিৎসক বিল্ডিং থেকে পরে যাওয়া রুশ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ ঘটনায় গ্রিনসিটি এলাকা পরিদর্শন করেছেন।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর