Logo
Logo

সারাদেশ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৪

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

এছাড়া, পাটুরিয়া প্রান্তের ঘাটগুলোতে বেশ কয়েকটি ফেরি আটকা পড়েছে। ঘাট নং ৩-এ হাসনাহেনা, ঘাট নং ৪-শাহপরান, ফরিদপুর এবং ঘাট নং ৫-এ বিএস রুহুল আমিন ফেরিগুলো অপেক্ষমাণ রয়েছে। অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তে ঘাট নং ৩-এ ভাষা শহীদ ডা. গোলাম মাওলা, ঘাট নং ৪-এ বিএস মতিউর রহমান এবং ঘাট নং ৭-এ কেরামত আলী, বনলতা ফেরিগুলো আটকা পড়েছে। এছাড়া দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা বিএস জাহাঙ্গীর ও বাইগার নামক দুটি ফেরি মাঝ পদ্মায় অবস্থান করছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্য্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। যাত্রী ও নৌযান নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও পরিবহন চালকদের ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিআর/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর