Logo
Logo

সারাদেশ

৬০ কেজি গাঁজাসহ আটক ২

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:২২

৬০ কেজি গাঁজাসহ আটক ২

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার উটবাড়ী গ্রামের কদম আলীর ছেলে কাশেম (৩৭) এবং ধনুয়াইশ গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে ইনসান মিয়া। অভিযানের সময় তাদের ব্যবহৃত একটি কার্গো ট্রাকও (ঢাকা মেট্রো ট-১৮-০৪৫৬) জব্দ করা হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মেঘনা টোলপ্লাজায় র‍্যাব-১১ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি কার্গো ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে ট্রাক থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে আটককৃতদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বলেন, ‘র‍্যাব-১১ আমাদের কাছে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে রোববার আদালতে পাঠানো হবে।’  

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর