বাউফলে গভীর রাতে বিএনপির অফিসে আগুন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:২২
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপির একটি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের সব আসবাবপত্র পুড়ে গেছে।
শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের (৯নং ওয়ার্ড) চন্দ্রপাড়া বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গত ডিসেম্বরে টিনশেড এ কার্যালয়টি উদ্বোধন করা হয়। এরপরই দ্রুত দলীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এটি। কিন্তু শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়ে সব পুড়িয়ে ফেলে।
মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন বলেন, ‘আমরা জানি না, কে বা কারা এই ঘটনায় জড়িত। তবে এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। বিরোধী দলের কেউ এতে জড়িত থাকতে পারে। আমরা দোষীদের চিহ্নিত করে শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরিফুল ইসলাম সাগর/এটিআর