রেলপথ অবরোধ, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭
ছবি : বাংলাদেশের খবর
চুয়াডাঙ্গার দর্শনায় সুন্দরবন এক্সপেস ও চিত্রা এক্সপেসের ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীরা। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার (০৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দর্শনা হল্ট স্টেশনে এ মানববন্ধন শুরু হয়। পরে দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও রেলপথে অবরোধ করেন তারা।
এ সময় দর্শনা হল্ট স্টেশনে এ দুটি ট্রেনের অন্তত ৩ মিনিট যাত্রাবিরতির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। রেলগেটের ওপর ট্রেন থামিয়ে অবরোধ করায় দুই প্রান্তের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পরে খবর পেয়ে ঘটনাস্থনে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন স্থানীয় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম তাসফিকুর রহমান। তবে কোনো প্রকার আশ্বাস না পেয়ে মানববন্ধন ও রেলপথ অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক হাজী আকমত আলী, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রহমান, এ এইচ অনিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রহমান বলেন, দেশের ইতিহাসে চুয়াডাঙ্গার দর্শনা হচ্ছে রেলের প্রথম শহর। অথচ এ যাবত ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এখানে নেই। আমরা দীর্ঘদিন যাবত এ স্টেশনে ট্রেন দুটির অন্তত ৩ মিনিট যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছি। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো অগ্রগতি না হওয়ায় আমরা মানববন্ধন ও বিক্ষোভ করছি। দাবি না মানা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চালিয়ে যাব।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে রেলপথ অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। ইউএনও, থানার ওসি ও সেনাবাহিনী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন।
ফেরদৌস ওয়াহিদ/এমবি