Logo

সারাদেশ

৩৯ ঘণ্টা পার হলেও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা যায়নি

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৫

৩৯ ঘণ্টা পার হলেও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা যায়নি

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালী বাউফলে কালাইয়া বন্দরের মনোহরী ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বনিককে (৭৮) অপহরণের ৩৯ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় শিবু বণিককে অপহরণের প্রতিবাদে ও তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বাউফল কালাইয়া বন্দরবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।

এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা লুট করে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাউফল থানায় একটি মামলা করেছেন সিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রয়।

সিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রয় বলেন, আমার স্বামীর সাথে কারো কোনো শত্রুতা নেই। আমি যেকোনো মূল্যে স্বামীকে ফেরত চাই। 

শিবু বণিকের স্বজন সনজিৎ বণিক বলেন, তার ডায়াবেটিক ও হৃদরোগ রয়েছে। সময়মতো ওষুধ না খেলে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। 

স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নূরুল আমিন বলেন, এমন ঘটনা বাউফলে প্রথম। ১৩ ঘণ্টা অতিবাহিত হলেও শিবু বণিককে পুলিশ উদ্ধার করতে পারেনি। এটি খুবই হতাশার ও দুঃখজনক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সিবু বণিককে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। প্রযুক্তিসহ সব ধরনের উপকরণ ব্যবহার করে তাকে উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর