শ্রমিকলীগ কর্মীর হয়ে দোকান দখলে যুবদল নেতা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় শ্রমিকলীগ কর্মীর হয়ে অবৈধভাবে দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। রোববার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শহরের চেলোপাড়ায় একটি দোকান দখলে নিতে আসলে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন তারা।
অভিযুক্ত যুবদল নেতা হারুনুর রশিদ সুজন। যিনি দক্ষিণ চেলোপাড়ার বাসিন্দা ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।
জমির মালিকদের একজন ফরিদা ইয়াসমিন। তিনি অভিযোগ করেন, ‘তার পিতার মৃত্যুর পর ওই জমির মালিক তারা ৮জন। কিন্তু অভিযুক্ত শ্রমিকলীগের কর্মী দিনু সকল ওয়ারিশগণকে না জানিয়ে তার ভাই পাভেল বেঁচে থাকতে তাকে অল্প কিছু টাকার বিনিময়ে একটি জাল দলিল তৈরি করেন। যদি দিনু জমি পাই তাহলে একজন ওয়ারিশের অংশে যতটুকু জমি যায় ততটুকুই পাবে। কিন্তু ২০২২ সাল থেকে কখনো তৎকালীন শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন ও তার সন্ত্রাসী বাহিনী, কখনো দিনুর নিজ গ্রামের দুর্নীতিবাজ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রভাবে প্রশাসনিক হয়রানি আবার কখনো সাংবাদিক সম্মেলনসহ মাঝে মধ্যেই সন্ত্রাসীদের সাথে নিয়ে পুরো জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন।
সবশেষ যুবদল নেতা হারুনুর রশিদ সুজন ও তার বাহিনী নিয়ে জোর করে চেলোপাড়ায় অবস্থিত তাদের মালিকানাধীন দোকান অবৈধভাবে দখলের চেষ্টা করেন অভিযুক্ত শ্রমিকলীগ কর্মী দিনু। ভুক্তভোগীরা সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভে মিছিল করেন ৬নং ওয়ার্ড বিএনপি'র নেতৃবৃন্দসহ এলাকাবাসী। দুপুরে চেলোপাড়া শাপলা চত্বরে জড়ো হয়ে তারা।
অভিযুক্ত যুবদল নেতা হারুনুর রশিদ সুজনের বহিষ্কারের দাবি জানিয়ে বলেন, ‘শ্রমিক লীগের সক্রিয় কর্মী দিনু শহর বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় ১১৭ নং আসামি। অথচ যুবদল নেতা সুজন এই শ্রমিক লীগ কর্মীর হয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টাই মেতে উঠেছেন যা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের জন্য লজ্জার এবং দুঃখজনক।’
তারা আরও বলেন, ‘মামলার আসামি হওয়ার পরও দিনু কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় তা নিয়ে ক্ষোভ জানিয়ে অবিলম্বে তাকে গ্রেপ্তারে জেলা পুলিশের প্রতি আহ্বান জানান নেতারা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নু, বিএনপি নেতা কালাম শেখ, শাজাহান আলী সাজা, ফিরোজ হোসেন, শহিদুল ইসলামসহ অনেকে।
মুঠোফোনে অভিযুক্ত যুবদল নেতা হারুনুর রশিদ সুজনের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে হওয়া সকল অভিযোগ অস্বীকার করেন।
অন্যদিকে শ্রমিকলীগ কর্মী দিনুর সাথে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তিনি তার মোবাইল ফোন রিসিভি করেননি।
এমআই