মানিকগঞ্জে রনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২০:১০
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জে নোরা ফাউন্ডেশন ও সোলন্ডী মিতরা যুব সমাজের উদ্যোগে প্রয়াত রনির স্মরণে রনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় সদর উপজেলার মিতরা গ্রামের সোলন্ডী-মিতরা ঈদগাঁ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মৃদুল-শিমুলের দল মিশন-আমজাদদের পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. কাজী ইকবাল হোসেন। খেলাটি উদ্বোধন করেন আইরমারা-মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মো. শাহিনুর ইসলাম তারেক।
সমাজসেবক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মামুন হোসেন খান (শামীম)। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র নেতা কাজী অলীদ, আব্দুল আলীম সহ সোলন্ডী মিতরা যুব সমাজের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস