Logo

সারাদেশ

নাটোরের সড়কে প্রাণ গেল বগুড়ার দুই যুবকের

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৮

নাটোরের সড়কে প্রাণ গেল বগুড়ার দুই যুবকের

ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় বগুড়ার দুই যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় শামসুদ্দিন (৪২) নামের একজন আহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) বিকেলে সিংড়া-নাটোর মহাসড়কে নিংঙ্গুইন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি, বগুড়ার দুপচাঁচিয়ার খেয়ালী মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে রুবেল এবং একই এলাকার মঞ্জুর আলমের ছেলে নাদিম মাহমুদ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে ৩ আরোহী নাটোরের দিকে যাচ্ছিলেন। একই সময় নাটোর থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন সিংড়ার দিকে যাচ্ছিল। উভয় যানবাহন লিঙ্গুইন শুটকির চাতালে পৌঁছালে যানবাহনটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুবেল এবং নাদিম মাহমুদ নিহত হন। শামসুদ্দিন নামের একজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহত শামসুদ্দিনকে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  যানবাহনটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর