বিএনপি কচুরিপানার মতো ভেসে আসেনি : প্রিন্স
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২১:০৪
ছবি : বাংলাদেশের খবর
বিএনপি কচুরিপানার মতো ভেসে আসেনি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই, যারাই ষড়যন্ত্র করেছে তারাই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে আস্তাকুঁড়ে চলে গেছে।’
রোববার (৫ জানুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও হাই স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি জনগণের দল, বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক ভেতরে, জনগণের হৃদয়ের মণিকোঠায়।’
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা ফ্যাশনে পরিণত হয়েছে উল্লেখ করে প্রিন্স বলেন, ‘কেউ যদি মনে করেন, ফুঁ দিলেই বিএনপি উড়ে যাবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। দেশ ও জনগণের প্রয়োজনে দমন-নিপীড়ন মোকাবিলা করে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে।’
অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো এখন কোনো কোনো রাজনৈতিক দল ও মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মনে হয়, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার তাদের ফ্যাশানে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের উদ্যোগ, সংস্কার ও নির্বাচন প্রলম্বিত করা, নন ইস্যুকে ইস্যু বানিয়ে অহেতুক অস্থিরতা, বিভেদ ও অনৈক্য সৃষ্টি করা একই সূত্রে গাঁথা। এসব করলে ষড়যন্ত্রকারী, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী, আধিপত্যবাদী শক্তি লাভবান হবে।’
ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্র বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের অগ্রযাত্রা রোধ করতে পারবে না। ষড়যন্ত্র সফল হবে না। দেশের রাজনৈতিক গতিপ্রকৃতির প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে সবাইকে।
এমজে