Logo
Logo

সারাদেশ

সিলেটে মামলা থেকে খালাস পেলেন বিএনপির ৬১ জন

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩

সিলেটে মামলা থেকে খালাস পেলেন বিএনপির ৬১ জন

দীর্ঘ ১১ বছর পর বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা থেকে খালাস পেয়েছেন সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি-অঙ্গ-সহযোগী সংগঠনের ৬১ জন নেতাকর্মী। সোমবার (৬ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত জেলা জজ আদালত এ মামলা থেকে তাদের খালাস প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন।

তিনি জানান, ২০১৫ সালে বিয়ানীবাজার থানাপুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেছিলেন। দ্রুত এ মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম খান। একে একে মামলার সব আসামি কারাবরণও করেন। পরে তারা জামিনে জেল থেকে বের হন।

খালাসপ্রাপ্ত কয়েকজন নেতাকর্মী হলেন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দ্কি আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল খান, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সিলেট জেলা যুবদল নেতা আবুল কালাম, পৌর যুবদল নেতা জানে আলম ও ছাত্রদল নেতা নূর উদ্দিন প্রমুখ।

তারা বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসা শিকার হয়ে এ মামলার আসামি হই। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক মামলাগুলো নিষ্ক্রিয় হওয়ার ধারাবাহিকতায় এই মামলা থেকে আমরা রেহাই পেয়েছি।’ মামলা দায়েকারী পুলিশের বিচার দাবি করেন তারা।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর